ইতিহাসের অন্যতম সেরা প্লে, ছোটগপ্প, কোর্ট রুম ড্রামা বা ক্লাসিক ফিল্ম। যা-ই বলি না কেন, এন্টারটেইনমেন্ট পাড়ায় কম বেশি সবারই নামটা জানা। সিনামাটি নির্মান করেছিলেন লিজেন্ডারি বিলি ওয়াইল্ডার; যার নির্মানশৈলী দেখে সিনেমা ক্রাফটস শিখেছেন স্বয়ং সত্যজিৎ। দর্শকদেরকে সাসপেন্স বা থ্রিল কিভাবে দিতে হয় তার একটি বেঞ্চমার্ক হচ্ছে দ্যা উইটনেস ফর দ্যা প্রসিকিউশন। বিবিসি চেষ্টা করেছিলো সে বেঞ্চমার্ক ছুঁতে, আমি বলবো ''গুড ট্রাই''...
থিয়েটারে চলাকালীন সময়ে শো শেষে নাকি বলে দেয়া হতো, "The management of this theatre suggests that for the greater entertainment of your friends who have not yet seen the picture, you will not divulge, to anyone, the secret of the ending of Witness for the Prosecution."
এমনকি সিনেমার প্রচারণার সময়েও নাকি বলা হতো,
"You'll talk about it, but please don't tell the ending."
"You'll talk about it, but please don't tell the ending."
তাই আমার মন্তব্য আপাতত গুড ট্রাই'তেই সীমাবদ্ধ।
No comments:
Post a Comment